উসূলুস সিত্তাহ (ছয়টি মূলনীতি) - শাইখ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী (হাফিঃ)

শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের রচিত উসূলুস সিত্তাহ (ছয়টি মূলনীতি) সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে মূল বিশ্বাসগুলি প্রতিটি মুসলিমের মেনে চলতে হবে। সেগুলো হল: ইখলাস ও শিরক,দ্বীনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা, শাসকের আনুগত্য, ইসলামের ফজিলত ও আলেমের মর্যাদা, আল্লাহর প্রকৃত অলি ও মিথ্যুক অলি এবং কুরআন ও হাদিস ছেড়ে দেওয়ার ক্ষেত্রে শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার উপায়। মুদাররিসঃ শাইখ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী (হাফিঃ)