কবিতাটি কেন পড়বো আমরা? "আল হা-ইয়্যাহ" ইবনু আবু দাউদের [মৃ:৩১৬ হি:] -বিখ্যাত সুনান গ্রন্থের সংকলক ইমাম আবু দাউদের পুত্র- লিখিত একটি কবিতা; যা আকিদাশাস্ত্রে প্রথমদিককার অনবদ্য কর্মসমূহের অন্যতম। আব্দুল্লাহ ইবনু আবু দাউদ (রহিমাহুল্লাহ) - কবিতায় সামষ্টিকরূপে ছন্দাকারে আকিদার গুরুত্বপূর্ণ দিকগুলো ফুটিয়ে তোলার পাশাপাশি কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদাআত-অপসংস্কৃতি মূলক কাজ পরিত্যাগ করার মতো বিষয়গুলো উল্লেখ করেছেন। তার পাশাপশি প্রাথমিক সময়ের অর্থাৎ সালাফদের যুগের তথা সাহাবী ও তাবেঈ এবং উনাদের অনুসারীবর্গের আকিদা-বিরোধী বাতিল ফিরকাদের অপনোদনও করা হয়েছে উক্ত কবিতায়। একই সাথে আকিদা-বিশ্বাসের এই সত্য-ধারা ইমাম আবু দাউদ এবং ইমাম আহমেদের হাত ধরে লেখক ইবনু আবু দাউদের কাছে পৌঁছানোর স্বীকৃতি পাওয়া যায় কবিতার পঙ্কতিতে।