এই ভিডিওতে আমরা শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাবের (রাহিঃ) এমন এক মূল্যবান গ্রন্থের আলোকে রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবনের ৬টি গুরুত্বপূর্ণ ঘটনা জানব— ১। ওহীর অবতরণ । ২। মুশরিকরা রাসুলাল্লাহ (ﷺ) ধর্মকে ভালো মনে করত, যতক্ষণ না তিনি প্রকাশ্যে তাদের ধর্মের সমালোচনা করেন। ৩। তাদের মাঝে সূরা আন-নাজম তেলাওয়াত। ৪। আবু তালিবের গল্প। ৫। হিজরতের ঘটনা। ৬। রাসুলাল্লাহ (ﷺ) মৃত্যুর পর ধর্মত্যাগের ঘটনা। মুদাররিসঃ শাইখ মাহাবুবুর রাহমান মাদানী (হাফিঃ)