যদি অধিকাংশ মুসলিমকে জিজ্ঞেস করা হয়, "ইসলাম কি?" তাহলে কোনো সঠিক উত্তর পাওয়া যাবে না, কেননা তারা ইসলাম কি জিনিস জানে না, তার অর্থও বুঝে না، এটি একটি সমস্যা! তারা শুধু নিজেদেরকে "মুসলিম" পরিচয় দেয়, এতটুকুতেই সীমাবদ্ধ! আদতে ইসলাম কি? -- ইসলাম হলো তাওহীদের সাথে আল্লাহ ﷻ এর কাছে পূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণ নিষ্ঠারসহিত তাঁর ﷻ আনুগত্য বরণ করা এবং শির্ক ও মুশরিকদের থেকে বিমুক্তি ঘোষণা দেওয়া। (বই: তিনটি মূলনীতি ও তার প্রমাণপঞ্জি) الإسلام هو الاستسلام لله بالتوحيد، والانقياد له بالطاعة، والبراءة من الشرك وأهله এটিই হলো প্রকৃত ইসলাম! সুতরাং এই বিষয়ে তাদেরকে জানানো এবং সতর্ক করা প্রয়োজন। এরই সাথে আমাদের মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ, বৈঠকগুলোতে আকীদা বিষয়ক পাঠদানে জোর দেওয়া উচিত। কেননা, এই ইসলামই হলো মূলভিত্তি যার উপর আমাদের দ্বীন প্রতিষ্ঠিত। - আল আল্লামা, আশ - শায়খ সলেহ আল ফাউজান (حفظه الله تعالى) | ভাবানুবাদ |